Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

চীনে ৪৫৮ জন যাত্রী নিয়ে জাহাজডুবি

জুন ২, ২০১৫, ০৪:৪৪ এএম


চীনে ৪৫৮ জন যাত্রী নিয়ে জাহাজডুবি

চীনের দক্ষিণাঞ্চলে ৪৫৮ জন আরোহী নিয়ে একটি জাহাজ ইয়াংজি নদীতে ডুবে গেছে। স্থানীয় সময় সোমবার রাত সাড়ে ৯টার দিকে ঝড়ের কবলে পড়ে জাহাজটি উল্টে যায়।

দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, ইস্টার্ন স্টার নামের জাহাজটি জিয়াংসু প্রদেশের নানজিং থেকে দক্ষিণ-পূর্বের শহর চোংকিংয়ে যাচ্ছিল। জাহাজটিতে চারশ পাঁচজন যাত্রী, ট্র্যাভেল এজেন্সির পাঁচজন কর্মকর্তা এবং ৪৭ জন নাবিক ছিলেন। জাহাজের ক্যাপ্টেন ও প্রকৌশলীসহ প্রায় ২০ জনকে জাহাজটি থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে কার্ত সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে।

এদিকে, বিবিসির এক প্রতিবেদনে জানিয়েছে, উল্টে যাওয়া জাহাজটির ভেতরে এখনো অনেকে জীবিত থাকতে পারেন বলে উদ্ধারকর্মীরা মনে করছেন। তারা উদ্ধার তৎপরতা চালিয়ে গেলেও প্রবল ঝড় ও বাতাসের কারণে কার্যক্রম বিঘ্নিত হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।