বাসের ভাড়া বাড়ানোর প্রস্তাব!

যাত্রীদের সেবার মান বাড়াতে ঢাকা শহরে বাসের বাড়া ফের বাড়তে পারে। ঢাকা শহরে বাসের নতুন রুটে ভাড়া প্রতি কিলোমিটারে ৫০ পয়সা বাড়ানোর প্রস্তাব পাঠানো হয়েছে সড়ক পরিবহন মন্ত্রণালয়ে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) নগর ভবনে রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরানো এবং যানজট নিরসনে গঠিত বাস রুট র্যাশনালাইজেশন কমিটির ষোড়শ সভা শেষে সাংবাদিকদেরকে এই তথ্য জানান।
সভায় ঢাকা মহানগর পুলিশ কমিশনার শফিকুল ইসলাম, বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার, বিআরটিসি চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক খন্দকার রাকিবুর রহমান, সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
ঢাকার বিশৃঙ্খল বাস চলাচলকে নিয়মে আনতে রুট কমিয়ে আনাসহ নানা উদ্যোগ নিচ্ছে এই কমিটি। এর অংশ হিসেবে পাইলট প্রকল্পের আওতায় কেরানীগঞ্জের ঘাটারচর থেকে নারায়ণগঞ্জের কাচপুর পর্যন্ত নতুন রুটে বাস চলাচল শুরু হচ্ছে।
ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত বাসে ভাড়ার বিষয়ে মেয়র তাপস বলেন, বিষয়টি বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) ওপর অর্পিত ছিল এবং তারা সেটা সম্পন্ন করেছে। বিআরটিএ এরই মাঝে প্রস্তাবিত রুটের ভাড়া নির্ধারণ কার্যক্রম সম্পন্ন করে তা মন্ত্রণালয়ে প্রেরণ করেছে।
ঢাকা শহরে বাস ভাড়া কিলোমিটারে এখন ১ টাকা ৭০ পয়সা। নতুন রুটে সেটা ৫০ পয়সা বৃদ্ধি পাচ্ছে।
ঘাটারচর থেকে কাঁচপুর রুটে ১ এপ্রিল থেকে বাস চালুর ঘোষণায় কোনো পরিবর্তন আসবে কি না- এই প্রশ্নে তাপস বলেন, আমরা আশাবাদী, ১ এপ্রিল থেকে শুরু করতে পারবো।
আমারসংবাদ/এআই