Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

রাজবাড়ীতে সরিষার বাম্পার ফলন

জানুয়ারি ৩০, ২০১৫, ১০:৪২ এএম


রাজবাড়ীতে সরিষার বাম্পার ফলন

 
রাজবাড়ীর বালিয়াকান্দি, পাংশা,  কালুখালী, গোয়ালন্দ ও সদর উপজেলায় লক্ষ্যমাত্রার থেকে বেশি সরিষা হওয়ায় এবার এ অঞ্চলের কৃষকের মুখে হাসি ফুঁটেছে।

জানা যায়, জেলায় চলতি মৌসুমে ২২ হাজার ৭০৫  হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সেখানে চাষ হয়েছে লক্ষমাত্রার চেয়ে প্রায় দ্বিগুণ বেশি।

 কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, এবার আবহাওয়া অনুকূলে থাকায় সরিষার বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া কৃষি বিভাগের পক্ষ থেকে সময় মতো উন্নত মানের বীজ, সার, কীটনাশক ও পরামর্শ দেওয়ায় চাষিরা সরিষা চাষে আগ্রহী হয়ে উঠেছে। বর্তমানে চাষিরা সরিষা ঘরে তুলতে শুরু করেছেন। স্থানীয় কৃষকদের দাবি বাম্পার ফলন হওয়ায় বাজারে সরিষার মূল্য যেন কমে না যায়।

বালিয়াকান্দি পাইককান্দি গ্রামের কৃষক আকমল মিয়া বলেন, ‘আমি পাঁচ বিঘা জমিতে সরিষার চাষ করেছিলাম। আবহাওয়া অনুকূলে থাকায় আমার লক্ষ্যমাত্রার থেকে সরিষা ফলন বেশি হয়েছে।’

 তিনি আরো বলেন, ‘গত বছর প্রতি মণ সরিষা এক হাজার পাঁচশ’ থেকে এক হাজার সাতশ’ টাকা মণ দরে বিক্রি হলেও তুলনামূলকভাবে এবারে বাজারের মূল্য কম। তবে যে পরিমাণ সরিষার ফলন হয়েছে তাতে আমরা খুশি।’

 বালিয়াকান্দি উপজেলার সহকারী কৃষি কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন,‘অনুকূল আবহাওয়া থাকায় রাজবাড়ীর পাঁচটি উপজেলাতে সরিষার বাম্পার ফলন হয়েছে। তুলনামূলকভাবে এবার বাজারে সরিষার মূল্য ভাল রয়েছে। আশা করি কৃষকরা এবার সরিষা বিক্রি করে লাভবান হবেন।’