সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: মে ১৩, ২০২২, ১১:৪১ পিএম
ফাইল ছবি

শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি) জানিয়েছে, ‘রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বিজলী চমকানোসহ অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।’

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের দিনাজপুরে সর্বোচ্চ ২০১ মিলিমিটার এবং সিলেটে ১২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

ইতোমধ্যে আন্দামান উপকূল এবং তৎসংলগ্ন এলাকার ওপর দিয়ে নিম্নচাপটি পশ্চিম দিকে সরে গেছে এবং দুর্বল হয়ে পড়েছে। বর্তমানে পশ্চিমাঞ্চলীয় নিম্নচাপটি পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।