সংসদে কাদের

পদ্মা সেতুর ব্যয় উঠবে ৩৫ বছরে

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: জুন ২৭, ২০২২, ১১:৫২ পিএম

সেতুর উপর চলাচলকারী যানবাহনের টোল থেকে সেতু নির্মাণের ব্যয় উঠতে সময় লাগবে ২০৫৭ সাল পর্যন্ত। আজ সোমবার জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত এক প্রশ্নের উত্তরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানান। 

সংরক্ষিত আসনের খ. মমতা হেনা লাভলীর প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী জানান, পদ্মা সেতুর ওপর দিয়ে চলাচলকারী যানবাহন থেকে আদায়কৃত টোল দিয়ে ৩৫ বছরে ১৪০টি ত্রৈমাসিক কিস্তিতে সরকারের দেয়া সব ঋণ পরিশোধ করবে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। এ হিসেবে ২০৫৭ সাল নাগাদ টোল আদায়ের মধ্য দিয়ে পদ্মা সেতুর জন্য ব্যয়িত অর্থ উঠে যাবে। 


আরেক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, পাটুরিয়া-দৌলতদিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের লক্ষ্যে সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা করা হয়েছে। পরবর্তীতে নির্দেশনা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ইএফ