রায় ঘোষণার পর থেকেই হত্যা মামলার আসামি সোহেল পলাতক

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৩, ০৬:২২ পিএম

আদালতের রায় ঘোষণার পর থেকেই পলাতক ছিলেন পলাতক আসামি সোহেল চৌধুরী (২৩)।
২০১৮ সালের গোপালগঞ্জ সদর এলাকায় জমিজমার বিরোধে হত্যাকান্ডের ঘটনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তিনি। গতকাল (২৬) ফেব্রুয়ারি রোববার রাতে কুমিল্লা জেলার দাউদকান্দি এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩।

সোমবার (২৭ ফেব্রুয়ারি)  দুপুরে র‍্যাব-৩ টিকাটুলি থেকে এ তথ্য জানান সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক।

এ বিষয়ে র‍্যাব-৩ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ পিপিএম জানান,আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করে।

তিনি আরও জানান,২০১৮ সালে গোপালগঞ্জ সদর এলাকায় জমিজমার বিরোধে ভিকটিমকে হত্যার ঘটনায় এ আসামির (সোহেল) চৌধুরী নামে মামলা হয়। পরবর্তীতে ২০২১ সালে  আদালত কর্তৃক সন্দেহাতীতভাবে তার বিষয়ে  হত্যার বিষয়টি প্রমানিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদন্ডসহ অর্থদন্ডে দন্ডিত করে গ্রেপ্তারি আদেশের রায় ঘোষনা করে।

এবিদ