আমার সংবাদ দায়িত্বশীল ও প্রতিভাবান সাংবাদিকদের দৈনিক

মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রকাশিত: মার্চ ২, ২০২৩, ১২:১৮ পিএম

জাতি আজ এক যুগসন্ধিক্ষণে, এই মূহুর্তে একটি ঐক্যবদ্ধ, সমৃদ্ধশালী জাতি গঠনে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। দেশমাতৃকার স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং অর্থনৈতিক মুক্তি ও বৈষম্যমুক্ত সমাজ গড়তে সংবাদমাধ্যম যুগান্তকারী ভূমিকা পালন করে। মানুষের বাক ও ব্যক্তি স্বাধীনতার অপরিহার্য শর্ত হচ্ছে গণমাধ্যমের স্বাধীনতা। প্রকৃত গণতন্ত্র মানুষের স্বাধীনতা নিশ্চিত করে। বর্তমানে গণতন্ত্রহীণতার কারণেই বিরাজমান রাজনৈতিক সংকট ঘনীভূত হয়েছে।

আজ বাংলাদেশে মানুষের গণতান্ত্রিক অধিকারগুলো ক্রমান্বয়ে কেড়ে নেয়া হচ্ছে। ফলে রাষ্ট্রের গণতান্ত্রিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। বিদ্যমান নৈরাজ্যকর পরিস্থিতিতে দৈনিক আমার সংবাদ অনেক প্রতিবন্ধকতা সত্ত্বেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখার জন্য কাজ করছে।

অত্যন্ত দায়িত্বশীল, প্রতিভাবান এবং পেশাদার সাংবাদিকসহ দৈনিক আমার সংবাদের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দৈনিক আমার সংবাদ এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে আমি পত্রিকাটিতে কর্মরত সকলের
সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং পত্রিকাটির সর্বাঙ্গীন সাফল্য কামনা করি।

মহাসচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি