আবারও শাহবাগ ব্লকেড

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ১১, ২০২৫, ১০:৪৬ এএম

আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ, ‘জুলাই সনদ’ বাস্তবায়ন এবং আহতদের চিকিৎসা নিশ্চিত করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি শুরু করেছেন জুলাই গণআন্দোলনের আহত অংশগ্রহণকারীরা। রোববার (১১ মে) সকাল থেকে তারা এই অবরোধ কর্মসূচি পালন করছেন।

রাজপথে অবস্থান নেওয়া আহত আন্দোলনকারীরা জানিয়েছেন, তারা কোনো দলীয় ব্যানারে থাকলেও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের প্রশ্নে আপস করবেন না। তাদের ভাষায়, ‘জীবন থাকতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর পুনর্বাসন মেনে নেওয়া হবে না।’

আন্দোলনকারীরা আওয়ামী লীগকে ‘ভারতের রাজাকার’ আখ্যা দিয়ে বলেন, ‘নিষেধাজ্ঞার নামে কোনো নাটক নয়, আইনের প্রয়োগ ঘটিয়ে দলটিকে চিরতরে নিষিদ্ধ করতে হবে।’ দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দেন তারা।

তাদের আরও দাবি, রাজপথেই সরকারকে ‘জুলাই সনদ’ ঘোষণা করতে হবে এবং আহতদের উন্নত চিকিৎসার নিশ্চয়তা দিতে হবে। এ ছাড়া স্থায়ী চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঘোষণা চাওয়া হয়।

আন্দোলনকারীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘সব দাবি পূরণ না হওয়া পর্যন্ত শাহবাগ ছাড়ব না।’

এর আগে, শনিবার (১০ মে) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের এক বৈঠকে আওয়ামী লীগ ও এর নেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির সকল কার্যক্রম—including সাইবার প্ল্যাটফর্মে—সন্ত্রাসবিরোধী আইনের আওতায় নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ‘জুলাই ঘোষণাপত্র’ চূড়ান্ত করে প্রকাশের সিদ্ধান্তও গৃহীত হয়। পাশাপাশি আন্দোলনে অংশগ্রহণকারী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিতের ওপরও গুরুত্বারোপ করা হয়।

বিআরইউ