গুরুদাসপুরে আশ্রায়ন প্রকল্পের ৩৬ নারী পেল সেলাই মেশিন 

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি প্রকাশিত: মে ২১, ২০২২, ০৪:০৪ পিএম

আশ্রয়ণ প্রকল্পের আওতাধীন নাটোরের গুরুদাসপুরের কালাকান্দর এলাকার উপকারভোগী ৩৬ পরিবার পেল ১টি করে সেলাই মেশিন। 

শনিবার (২১মে) সকালে উপজেলা ভূমি কার্যালয় চত্বরে উপজেলা পরিষদের নিজস্ব অর্থায়নে ওই সেলাই মেশিন বিতরণ করা হয়। 

এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ তমাল হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন ওই সেলাই মেশিন উপকারভোগীদের হাতে তুলে দেন। 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু রাসেল, উপজেলা প্রকৌশলী মোঃ মিলন মিয়াসহ আরো অনেকে।