টুঙ্গিপাড়ায় উপজেলা পর্যায়ে প্রতিবন্ধিতা জরিপে অন্তর্ভুক্তি বিষয়ক সভা অনুষ্ঠিত

বাইজীদ হোসেন, টুঙ্গিপাড়া প্রকাশিত: মে ২৩, ২০২২, ০৩:০৯ পিএম

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যে দরিদ্র পরিবার সমূহের সম্পদ ও সক্ষমতা বৃদ্ধি কর্মসূচির আওতায় উপজেলা পর্যায়ে প্রতিবন্ধিতা জরিপে অন্তর্ভুক্তি বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ মে) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ বজ্রকন্ঠে রিসোর্স ইন্টিগেশন সেন্টার (রিক) এর আয়োজনে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জোনাকি, সহকারী কমিশনার (ভূমি) দিদারুল ইসলাম, সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী সৈয়দ ওয়াহিজুর রহমান, রিক এর এরিয়া ম্যানেজার মোঃ রফিকুল ইসলাম বক্তব্য রাখেন।

আমারসংবাদ/কেএস