আখাউড়ায় ইভটিজিংয়ের অপরাধে একজনের কারাদণ্ড

আখাউড়া প্রতিনিধি প্রকাশিত: জুন ২০, ২০২২, ০৬:৫৭ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদ্রাসার ছাত্রীদের সাথে অশ্লীল অঙ্গভঙ্গি করার দায়ে মোঃ রাসেল (২১) নামে এক যুবককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

সোমবার (২০ জুন) বিকেলে উপজেলার পৌর শহরের খড়মপুর হরযত শাহ পীর কেল্লা শহীদ (রহ) দাখিল মাদ্রাসার ছাত্রীদের সাথে অশ্লীল অঙ্গভঙ্গি করার সময় মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা তাকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালতে তাকে এক মাসের কারাদণ্ড দেয়া হয়।

দণ্ডিত রাসেল মিয়া পৌর শহরের দেবগ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রশান্ত চক্রবর্তী।

খরমপুর দাখিল মাদ্রাসার সুপারেনটেন্ড মুফতি কাজী কেফায়াতুল্লাহ জানান, অত্র মাদ্রাসায় দুই শিফটে পরীক্ষা চলছে রাসেল পরীক্ষার সময়  নিয়মিত ছাত্রীদের সাথে অশ্লীল অঙ্গভঙ্গি করে ইভটিজিং করে আসছে। তাকে আটক করে  উপজেলা প্রশাসনকে খবর দেওয়া হয়। পরে ভ্রাম্যমান আদালতে দোষী সাব্যস্ত হওয়ায় তাকে এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

কেএস