ব্রাহ্মণপাড়ায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে দিনব্যাপী কর্মশালা

জহিরুল হক রাসেল, কুমিল্লা প্রকাশিত: জুন ২২, ২০২২, ০৮:৪২ পিএম

মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রনয়ণ শীর্ষক কর্মশালা বুধবার সকালে অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার বিভিন্ন শ্রেণীপেশার লোকজন নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা'র সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ জাহের, সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ কাউছার হামিদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা হক পপি, থানার অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডাঃ আবুল হাসনাত মোহাম্মদ মহিউদ্দিন। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত পরিচালক মোঃ মজিবুর রহমান পাটওয়ারী। মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রনয়ণ শীর্ষক কর্মশালায় কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। কর্মশালায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সাংবাদিক, শিক্ষক ৮ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বারগনসহ অন্যন্যরা  উপস্থিত ছিলেন।

কেএস