১০ দিনেও ত্রাণ পৌঁছেনি দাঁতভাঙ্গায় 

আব্দুল কাইয়ুম প্রকাশিত: জুন ২৩, ২০২২, ০৩:৪৯ পিএম

কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ডের বন্যা কবলিত এলাকায় এবং কয়েকটি বাড়ি ঘর নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ার ১০ দিন গত হয়ে গেলেও এখনও কোন প্রকার ত্রাণ পৌঁছেনি সেখানে।

বৃহস্পতিবার (২৩ জুন) সকালে সরেজমিনে গেলে  উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের চর গয়টা পাড়া, চর কাজাইকাটা,কাউনিয়া চর, আমবাড়ি,ডিগ্রির চর গ্রামের বন্যা কবলিত ও নদী ভাঙ্গা এলাকার লোকজন মো. ছবেদ আলী,করিম মিয়া, সমেজউদ্দিন, হাবিবুর রহমান ,নবাব আলী, ইটল মিয়া, মুক্তার ফকির,আব্দুল মিয়া, জহুরুল ইসলাম,সুক্কুরআলী, হোসেন আলী, সূর্যা মিয়া, শাহ জামাল, সোহেল মিযাসহ কয়েক জন বলেন ১০- ১২ দিন গত হয়ে গেলও আমরা কোনো প্রকার সাহায্য সহায়তা বলা ত্রাণ পাইনি।

এখনও দাঁতভাঙ্গা ইউনিয়নে ত্রাণ পায়নি এ বিষয়ে রৌমারী উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল (ভার) এর সাথে কথা হলে তিনি বলেন, দাঁতভাঙ্গা ইউনিয়নের বন্যার্থদের জন্য ৩ মেট্রিক টন চাল দিয়েছি ইউপি সদস্যগণ। এখনও তা বিতরণ করেনি কেন সে বিষয় খবর নিচ্ছি।

আমারসংবাদ/এআই