মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির ত্রাণ বিতরণ 

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ৫, ২০২২, ০১:৫১ পিএম

বড়লেখায় টানা কয়েক দিনে অধিক বৃষ্টি পাহাড়ি ঢ়ল ও ভারত থেকে আশা পানিতে বড়লেখা উপজেলার বিভিন্ন ইউনিয়নের অধিকাংশ গ্রাম পানিতে তলিয়ে যায়। প্রায় ১৯০ টি গ্রাম বন্যা কবলিত হয়ে পড়ে। এসব এলাকার লোকজন অনাহারে জীবন যাপন করে। এসব বন্যার্ত মানুষের পাশে সরকারের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক সংগঠনের পক্ষ থেকে ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে। এসব বন্যা কবলিত ১ শত টি পরিবারকে এবার মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি এান সহায়তা দিয়েছে। 

প্রতিটি পরিবারকে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় ৮ টি আইটেম এ উপহার সামগ্রীর প্যাকেটের রয়েছে। গত ৪ জুন বিকেলে এসব বিতরণ করা হয়েছে। 

এ উপলক্ষে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার জনাব প্রকৌঃ মোঃ সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে বিতরন সভা  অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মনিটরিং ও ব্যাবস্থপনা পূর্বঞ্চল পরিচালক ফকির শরিফ উদ্দিন আহমেদ। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জোনের তথ্য প্রকৌশলী বিপ্লব বান্টা, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো সাখাওয়াত হোসেন। 

এছাড়া পল্লী বিদ্যুৎ সমিতির বড়লেখা জোনাল অফিসের কর্মকর্তা কর্মচারিরা ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন।

কেএস