গৌরীপুরে গাঁজা সেবনের দায়ে দুই জনকে কারাদণ্ড

  গৌরীপুর প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১৯, ২০২২, ০৮:৫২ পিএম

ময়মনসিংহে গৌরীপুরে মঙ্গলবার (১৯ জুলাই) বিকেলে মোবাইল কোর্ট পরিচালনা করে গাঁজা সেবন ও সেবনের উদ্দেশ্যে সংরক্ষণের অপরাধে দুই জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয়েছে। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় উপজেলা রামগোপালপুর  ইউনিয়নের তেরশিরা মধ্যপাড়া গ্রামের মৃত মোঃ নুরুল ইসলামের পুত্র মোঃ শফিকুল গুরু (৪৯) কে ০৮ মাস, একই ইউনিয়নের একই গ্রামের মোঃ বারেক মিয়ার পুত্র মোঃ জাহাংগীর (২৮)-কে ০৩ মাস করে বিনাশ্রম কারাদন্ড এবং প্রত্যেককে একই সাথে পাঁচশত অর্থদন্ড ও অর্থদন্ড অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।  

মোবাইল কোর্ট পরিচালনা করেন-গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, হাসান মারুফ। 

তিনি জানান, মাদক দ্রব্যের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

সার্বিক সহায়তা ছিলেন-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ময়মনসিংহ জেলা কার্যালয়ের ‘খ’ সার্কেলের ইন্সপেক্টর বাবু চন্দন গোপাল সুর ও তার  চৌকশ টীম।

আমারসংবাদ/এআই