চট্টগ্রাম বিমানবন্দরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ৪০ মিনিট

চট্টগ্রাম ব্যুরো প্রকাশিত: আগস্ট ৩, ২০২২, ০৯:১৬ পিএম

কম্বোডিয়া যাওয়ার পথে চট্টগ্রামে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জা‌তিক বিমানবন্দ‌রে প্রায় ৪০ মি‌নিট অবস্থান ক‌রেন তিনি।

বুধবার (৩ আগস্ট) বিমানবন্দ‌রে বিলাওয়ালকে স্বাগত জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। এ সময় তারা একে অপর‌কে বই উপহার দেন।

বিলাওয়াল তথ্যমন্ত্রীর মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এবং বাংলাদেশের জনগণকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

ড. মো‌মেনের উদ্দেশে পাক পররাষ্ট্রমন্ত্রী ব‌লেন, আপনার সুস্বাস্থ্য কামনা কর‌ছি। বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণের ক্রমবর্ধমান অগ্রগতি ও সমৃদ্ধির জন্য আন্তরিক শুভকামনা জানা‌চ্ছি।

কম্বোডিয়ার রাজধানী নম‌পে‌নে দুই দিনব‌্যাপী আসিয়ান আঞ্চলিক ফোরামের ২৯তম মন্ত্রী পর্যায়ের বৈঠক শুরু হ‌চ্ছে বৃহস্প‌তিবার (৪ আগস্ট)। ইতোম‌ধ্যে বাংলা‌দে‌শের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ফোরা‌মে যোগ দি‌তে নম‌পে‌নে পৌঁছেছেন।

আমারসংবাদ/এসএম