পাঁবিবিতে সরকারি ঔষধ বিক্রির দায়ে দুই ফার্মেসির অর্থদণ্ড

জয়পুরহাট প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১০, ২০২২, ০৬:১৮ পিএম

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় সরকারি ওষুধ বিক্রির দায়ে দুটি ফার্মাসিকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৮ আগস্ট) দুপুরে উপজেলার বাগজানা ইউনিয়নের আটাপাড়া রেলগেটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়পুরহাটের সহকারী কমিশনার এম এম আশিক রেজা ও ড্রাগ সুপার মো. মোকছেদুল আমিন।

এ সময় ফিজিশিয়ান স্যাম্পল, আনরেজিষ্টার্ড ওষুধ সংরক্ষণ ও সরকারি ওষুধ বিক্রিয়ের দায়ে বাগজানা ইউপি চেয়ারম্যান মো. নাজমুল হোসেনের ফার্মেসীতে ৫ হাজার ও ডক্টর ফার্মেসিতে ২ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

জানাগেছে, ফার্মাসি দুটিতে দীর্ঘদিন যাবত সরকারি ওষুধ ও আনরেজিস্টার্ড ওষুধ বিক্রি করা হচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে ভ্রমমাণ আদালত অভিযান পরিচালনা করে।

আমারসংবাদ/এসএম