হাতীবান্ধায় ফেনসিডিলসহ দুই ভারতীয় নাগরিক আটক

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১২, ২০২২, ০৩:৪৮ পিএম

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ১শ বোতল ফেনসিডিল ও এক লিটার লিকুইড ফেনসিডিলসহ হাছেন আলী মিয়া ও জাহাঙ্গীর আলম নামে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ। এদের মধ্যে একজন ভারতীয় রেডএলার্ট জারিকৃত আসামি বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) রাতে উপজেলার উত্তর গোতামারী ১নং ওয়ার্ড (সাবেক ছিটমহল) সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক হাছেন আলী মিয়া (২৩) ভারতের কোচবিহার জেলার শীতলকুচি থানার পাঠানটুলি এলাকার এনামুল মিয়ার ছেলে এবং জাহাঙ্গীর আলম (২২) ওই থানার লালার পাড় এলাকার ইবনেছার আলীর ছেলে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হাতীবান্ধা থানার ওসি শাহ আলমের নেতৃত্বে একদল পুলিশ উত্তর গোতামারী ১নং ওয়ার্ড (সাবেক ছিটমহল) সীমান্ত এলাকা থেকে হাছেন আলী মিয়া ও জাহাঙ্গীর আলম নামে দুইজন ভারতীয় নাগরিককে আটক করে। 
এসময় তাদের নিকট থেকে ১০০ বোতল ফেনসিডিল ও এক লিটার লিকুইড (বোতলজাত) ফেনসিডিল উদ্ধার করা হয়।
হাতীবান্ধা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) শাহ আলম জানান, আটক দুই ভারতীয় যুবকের নামে মামলার পর শুক্রবার (১২ আগস্ট) দুপুরে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আমারসংবাদ/টিএইচ