গৌরীপুরে মোবাইল কোর্টে এক মাদকসেবীর কারাদণ্ড

গৌরীপুর প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২১, ২০২২, ০৪:৩৭ পিএম

ময়মনসিংহে গৌরীপুরে ২১ আগস্ট (রোববার) দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করে গাজা সেবন ও সেবনের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে একজনকে আটক করা হয়েছে।  

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় উপজেলা পৌরসভাধীন ইসলামাবাদ এলাকার মোঃ বাহার উদ্দিনের পুত্র মোঃ সুজন মিয়া (৩২) কে পৌর এলাকার ঘোষপাড়াধীন একটি পরিত্যাক্ত বাড়ী হতে ১৫ গ্রাম গাজা সহ গাজাসেবনরত অবস্থায় আটক করা হয়।

এই ঘটনাস্থলেই তাকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একহাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন-গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, হাসান মারুফ।

তিনি জানান, মাদক দ্রব্যের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সার্বিক সহায়তা ছিলেন গৌরীপুর থানার সাব-ইন্সপেক্টর মোঃ নজরুল ইসলাম সঙ্গীয় পুলিশ।

তিনি জানান, ঘোষপাড়া এলাকায় একটি পরিত্যাক্ত বাড়ীতে মাদক সেবন চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। পরবর্তীতে  প্রয়োজনীয় আলামত সংরক্ষণ করে অবশিষ্ট মাদক পুড়িয়ে বিনষ্ট করা হয়।

এআই