‘দুর্যোগ মোকাবেলায় সরকার জনগণের পাশে রয়েছে’

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ৩১, ২০২২, ০৮:৫৫ পিএম

সিলেট-২ আসনের এমপি মোকাব্বির খান বলেছেন, দুর্যোগ মোকাবেলায় সরকার জনগণের পাশে রয়েছে। বন্যায় মানুষ না খেয়ে মরেনি। দেশের উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করছে। তাই দুর্যোগ মোকাবেলায় সরকারের পাশাপাশি সকলকে এগিয়ে আসতে হবে।

গত বুধবার দুপুর সাড়ে ১২টায় ওসমানীনগর থানার সামনে বন্যা পরবর্তী পুনর্বাসনের জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এর বরাদ্দকৃত ঢেউটিন বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, তাজপুর ইউপি চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক, দয়ামীর ইউপি’র সাবেক চেয়ারম্যান নুর উদ্দিন আহমদ নুনু। উপস্থিত ছিলেন, ওসমানীনগর থানার তদন্ত ওসি মাসুদুল আমিন, চাতলপাড় জামেয়া ইসলামীয়া দাখিল মাদরাসার সুপার মাও. আব্দুল হাই, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি চঞ্চল পাল, সমাজসেবক আব্দুস শহিদ, ইউপি সদস্য আশিক মিয়া প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার ২ ইউপি’র ৩৪জনের মধ্যে ২বান করে ৫৮বান ঢেউ টিন প্রদান করা হয়। ইতোপূর্বে আরো ৬ ইউপির বন্যা কবলিত লোকজনের মধ্যে বরাদ্ধকৃত টিন প্রদান করা হয়েছে।

এসএম