গুইমারায় ৮ কেজি গাঁজা উদ্ধার

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২২, ০৪:৪৪ পিএম

পার্বত্য খাগড়াছড়ি জেলার গুইমারা থানাধীন গুইমারা ইউনিয়নের আওতায় রামছু বাজার ব্রিজের  এলাকায় থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করেছে গুইমারা থানা পুলিশ।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) ভোর বেলা গুইমারা থানা অফিসার ইনচার্জ মোহম্মদ রশীদ এর নির্দেশনা অনুযারয়ী উপ-পরির্দশক (এসআই)সুজন কুমার চক্রবর্তী,উপ-পরির্দশক (এসআই) সাখাওয়াত হোসেন, উপ-পরির্দশক (এসআই) প্রদীপ চন্দ্র শীল, ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা কালিন সময়ে জালিয়াপাড়া মোড়ে চেকপোস্ট সম্পন্ন করিয়া বাইল্যাছড়ি যাওয়ার পথে রামছুবাজার ব্রিজের সামনে পাঁকা রাস্তার উপর একজন লোক একটি ব্যাগসহ অপেক্ষা করতে দেখিয়া আমাদের গাড়ি থামাই।

আমাদের গাড়ী থামানো দেখিয়া ব্যাগসহ অপেক্ষা করা লোকটি দৌড়ে রামছু বাজার ব্রিজ পার হইয়া দৌড়ে চলে যায়। অফিসার ফোর্সসহ লোকটিকে ধরার চেষ্টা করি। কিন্তু লোকটি অতিদ্রুত জঙ্গলের দিকে চলে যাওয়ায় তাকে ধৃত করা সম্ভব হয় নাই। উপস্থিত সাক্ষীদের সামনে ব্যাগ তল্লাশি করিয়া ব্যাগের মধ্যে প্লাস্টিক দিয়ে মোড়ানো এবং টেপ দিয়ে প্যাঁচানো অবস্থায় ৮ (আট) কেজি গাঁজা পরিত্যক্ত হিসেবে উদ্ধার করি।

গুইমারা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রশীদ জানান, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কেএস