রাঙ্গাবালীতে বজ্রপাতে জেলে নিহত

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২২, ০৪:৩০ পিএম

পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরার ট্রলারে বজ্রপাত হয়ে এক জেলে নিহত ও চার জেলে আহত হয়েছেন।

সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলার সোনারচর থেকে দক্ষিণের রুপারচর সংলগ্ন এলাকায় মাছ ধরতে গিয়ে এ দুর্ঘটনা  ঘটে। বজ্রপাতে নিহত ওই জেলের নাম সাইফুল বয়াতী (২৬)।  তিনি উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের বাইলাবুনিয়া গ্রামের শানু বয়াতীর ছেলে।

সাইফুলের সঙ্গে একই ট্রলারে থাকা আহত জেলেরা হলেন, মধু মিয়া (৩৮), কাইয়ুম গাজী (৩৮), সাগর (২০) ও পরান (১৮)। তাদের বাড়িও বাইলাবুনিয়া গ্রামে।  

জানা গেছে, সকাল ১০ টার দিকে সোনারচর  থেকে দক্ষিণের রুপারচর সংলগ্ন জলসীমায় মধু মিয়ার মালিকানাধীন ট্রলার নিয়ে মাছ শিকার করছিল মধুসহ পাঁচ জেলে। এসময় আকস্মিক বজ্রপাত হয় তাদের ট্রলারে। এতে পাঁচজনই আহত হয়। তবে তাদের মধ্যে গুরুত্বর অবস্থায় সাইফুলকে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত  চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, অন্য চারজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে  রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম মজুমদার বলেন, ঘটনাটি সাগরের কাছাকাছি ঘটেছে। লাশ গলাচিপা হাসপাতালে রয়েছে বলে জানান।

কেএস