প্রধানমন্ত্রীকে কটুক্তি মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২২, ০৭:৪১ পিএম

প্রধানমন্ত্রীকে কটুক্তি করার মামলায় কক্সবাজারের পেকুয়ায় এক ইউপি চেয়ারম্যানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত।

সোমবার (১৯ সেপ্টেম্বর) রাষ্টপক্ষের আইনজীবী রাজিব কুমার বিশ্বাস এ নির্দেশ দেন।

ওই ইউপি চেয়ারম্যানের নাম ইউনুস চৌধুরী। সে পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়ন পরিষদের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান।

সম্প্রতি মগনামা ইউনিয়ন পরিষদ চত্বরে পেকুয়া উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের একটি প্রোগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি করে অশালীন ভাষায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন। ওই ঘটনায় মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুস চৌধুরীকে ৪নং আসামি করে মোট ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন উপজেলা আ‍‍`লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম। গত ২৭ জুলাই মহামান্য হাইকোর্ট ইউনুস চৌধুরীকে এই মামলায় ৬ সপ্তাহের জামিন মঞ্জুর করেন।

সোমবার ওই মামলার জামিনের মেয়াদ শেষ হলে তিনি পূনরায় জামিন বাড়ানোর জন্য আবেদন করলে বিজ্ঞ আদালত আবেদন খারিজ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জামিন না মঞ্জুরের বিষয়টি মগনামা ইউপির প্যানেল চেয়ারম্যান বদিউল আলম নিশ্চিত করেছেন।

কেএস