ধনবাড়ীতে সাফ নারী ফুটবলার কৃষ্ণাকে সংবর্ধনায় জনতার ঢল

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ৫, ২০২২, ০৬:৫৮ পিএম

সাফ নারী ফুটবল চ্যাম্পিয়ন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার কৃষ্ণা রানী সরকারকে সংবর্ধনা দেয়া হয়েছে। এছাড়াও সাফ অনূর্ধ্ব ২০২০ ও এএফসি জাতীয় দলের খেলোয়াড় মো. রফিকুল ইসলাম রফিককেও সংবর্ধনা দেয়া হয়েছে।

বুধবার বিকালে ধনবাড়ী সরকারী নওয়ার ইনস্টিটিউশন মাঠে তরুণের হাট ফুটবল টুর্নামেন্টের আয়োজনে উদ্বোধনী খেলায় তাদেরকে ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধনা দেয়া হয়ে। কৃষ্ণা ও রফিকুলকে দেখাতে মাঠে হাজারো জনতার ঢল নামে।

ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসলাম হোসাইনের সভাপতিত্বে সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনার রশীদ হীরা। এসময় আরও বক্তব্য দেন পৌর মেয়র মুহাম্মদ মনিরুজ্জামান বকল, পল্লী বিদ্যুতের ডিজিএম রফিকুল ইসলাম খান,  উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর ফারুখ আহমাদ ফরিদ, সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম তপন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চান মিয়াসহ অনেকেই।
 
অনুষ্ঠানে কৃষ্ণা রানী সরকার বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় অংশ নিতে হবে। সংস্কৃতি ও ক্রীড়ায় দেশ এগিয়ে নিয়ে যেতে হবে। এ অর্জন আমার একার নয়। পুরো দেশর অর্জন। একই কথা ব্যক্ত করেন মো. রফিতুল ইসলাম রফিক।

উদ্বোধনী ম্যাচে অংশ নেয় শেরপুর একাদশ ও গোপালপুর একাদশ। খেলায় টাইব্রেকারে শেরপুর একাদশকে ৪/২ গোলে হারিয়ে জয়ী হয় গোপালপুর একাদশ। ম্যাচ সেরা হয় গোপালপুরের খেলোয়াড় রবিউল ইসলাম।

এসএম