কচুয়ায় অসদুপায় অবলম্বনের দায়ে ২ পরীক্ষার্থী বহিষ্কার

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ৮, ২০২২, ০৪:৪৪ পিএম

চাঁদপুরের কচুয়ার একটি কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ২জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। পরীক্ষার্থীরা হলো, রহিমানগর শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজের দিপক চন্দ্র দাস ও মো. হাসান।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার এইচএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে রহিমানগর শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজ কেন্দ্রে ওই দুই পরীক্ষার্থীর কাছে মোবাইল ও নকল পাওয়ায় তাদেরকে বহিষ্কার করা করা হয়।

ওই কেন্দ্রে নিয়োগকৃত অতিরিক্ত সুপারভাইজিং কর্মকর্তা ও উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. মাহবুব-উল আলম জানান, কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে রহিমানগর শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষা চলাকালে হল পরিদর্শক ওই দুই পরীক্ষার্থীকে অসদুপায় অবলম্বনের সময় হাতেনাতে ধরে ফেলেন এবং তাদের তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হয়েছে।

এ দিকে উপজেলার সবকটি কেন্দ্রে এইচএসসি ও সমমান পরীক্ষা মোটামুটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে।

কেএস