সরিষাবাড়ীতে ১০৩৬ ফুটের আর্জেন্টাইন পতাকা

সরিষাবাড়ী প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২২, ১১:৫৫ এএম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা এখন বিশ্বকাপ ফুটবল জ্বরে পুরোদমে আক্রান্ত। আর দুইদিন বাদেই যে মাঠে গড়াবে গ্রেটেষ্ট শো অন আর্থ ফুটবল বিশ্বকাপের ২২তম আসর।

বিশ্বকাপ যেখানেই হোক না কেন, উল্লাস-উদ্দীপনা কম থাকে না পৃথিবীজুড়ে। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। এমনিতেই বিশ্বকাপ ফুটবলের সময় পুরো দেশে জোয়াড় পড়ে পতাকা-জার্সির। শহর থেকে শুরু করে গ্রাম বাংলার সর্বত্র ছেয়ে যায় প্রিয় দলের পতাকায়। 

সে ধারাবাহিকতায় জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার ধানাটা গ্রামের মাসুদুর রহমান ও  আর্জেন্টিনার একদল সমর্থক ১০৩৬ ফুট দৈর্ঘ্যের বিশাল পতাকা বানিয়ে তাক লাগিয়ে দিয়েছে।

শুধু পতাকা বানিয়েই থেমে থাকেননি তারা। বিশাল এই পতাকা নিয়ে স্লোগানে স্লোগানে আনন্দ মিছিল করে পৌরসভার আরামনগর বাজার থেকে শিমলাবাজার হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বিশাল পতাকাটি শহরের একটি সড়কের পাশে টাঙিয়ে দেয়া হয়।

আয়োজক মাসুদুর রহমান জানান, প্রিয় দলের প্রতি ভালবাসা থেকেই এই পতাকা বানিয়েছেন। পাশাপাশি এই বিশ্বকাপে মেসির হাত ধরে আর্জেন্টিনা শিরোপা জিতবে-এমন প্রত্যাশার কথাও বলেন তিনি।

টিএইচ