বালিয়াকান্দিতে স্কুল প্রাঙ্গন থেকে শিক্ষকের মোটরসাইকেল চুরি

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২২, ০৬:০৩ পিএম

মোটরসাইকেল বাইরে রেখে শ্রেণিপাঠদানে ব্যস্ত ছিলেন সহকারী শিক্ষক। শিক্ষকদের শ্রেণিকক্ষে ব্যস্ত দেখে চুপিসারে মোটরসাইকেল নিয়ে লাপাত্তা চোর। ঘটনাটি ঘটেছে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায়। ভুক্তভোগী সহকারী শিক্ষক মো: জিল্লুর রহমান বেতাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত।

বুধবার (২৩ নভেম্বর) এ ঘটনায় বালিয়াকান্দি থানায় একটি অভিযোগ করা হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী। অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াকান্দি থানার এসআই আসাদুজ্জামান রিপন।

অভিযোগ সূত্রে জানা গেছে, বুধবার (২৩ নভেম্বর) বেলা ১২.৩০ ঘটিকার সময় স্কুল প্রাঙ্গনে থাকা অভিভাবক ছাউনিতে বাজাজ ডিসকোভারী-১২৫ (রাজবাড়ী-হ-১২-৩৮৪০) সিসির মোটরসাইকেল খানা রেখে শ্রেণি কক্ষে যান শিক্ষক। পাঠদান শেষ করে বের হয়ে দেখেন তার মোটরসাইকেলটি নেই।

ভুক্তভোগী জিল্লুর রহমান বলেন, আমি ঘুনাক্ষরেও ভাবতে পারিনি দিনে দুপুরে স্কুল প্রাঙ্গন থেকে মোটরসাইকেলটি চুরি হতে পারে।  এ ঘটনায় একটি অভিযোগ করা হয়েছে।

এআই