ইটনায় গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২২, ০২:৫৫ পিএম

জেলার ইটনা উপজেলায় শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রাখে গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপির ১০দিন ব্যাপি মৌলিক প্রশিক্ষণ উদ্বোধন করা হয়।

প্রশিক্ষণটি রোববার (২৭ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ হল রুমে শুরু হয়ে চলবে ৮ডিসেম্বর পর্যন্ত। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-কিশোরগঞ্জ জেলা আনসার কমান্ড্যান্ট ভিডিপি মোহাম্মদ মোস্তাক আহমদ। প্রথম ধাপে ৩২ জন পুরুষ ও ৩২ জন মহিলা অংশ গ্রহণ করেন।

উপস্থিত ছিলেন-ইটনা উপজেলার আনাসার ভিডিপি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, ইটনা উপজেলার আনসার ভিডিপি প্রশিক্ষক মোঃ আব্দুল্লাহ আল মামুন, ইটনা উপজেলা আনসার কমান্ডার মোঃ মমরোজ খাঁ ও স্থানীয় সাংবাদিক বৃন্দ।