চুয়াডাঙ্গায় ৪৬ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ২

চুয়াডাঙ্গা প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২২, ০৪:৫১ পিএম

মাদকব্যবসা, চোরাচালান কিংবা সেবন রোধে কঠোর অবস্থানে রয়েছে চুয়াডাঙ্গা জেলা পুলিশ। পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুনের সার্বিক নির্দেশনায় মাদকের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে জেলার প্রত্যেকটি ইউনিট।

তারই ধারাবাহিকতায় রোববার (২৭ নভেম্বর) অভিযান চালিয়ে ৪৬ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জীবননগর থানা পুলিশ। গ্রেপ্তাররা হলেন, মেদীনিপুর গ্রামের ইরশাদ আলীর ছেলে পারভেজ মিয়া ও আব্দুর রাজ্জাকের ছেলে রানা মিয়া। 

পুলিশ জানায়, জীবননগর থানার ওসি আব্দুল খালেকের নেতৃত্বে জীবননগর থানাধীন আশরাফ আলীর ইট ভাটার পূর্ব দিক থেকে ওই দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। 

জীবননগর থানার ওসি আব্দুল খালেক জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

টিএইচ