সাভারে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ শ্রমিকদের

সাভার (ঢাকা) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২২, ০৩:২৭ পিএম

ঢাকার সাভারের একটি পোশাক কারখানায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। এরফলে ওই এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হওয়ায় সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন।

রোববার (১১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের রাজ ফুলবাড়িয়ার গোল্ডেন স্ট্রীচ ডিজাইন লিমিটেড নামের কারখানার প্রায় ৬০০ শ্রমিক সড়ক অবরোধ করে।

শ্রমিকরা আরও জানায়, বেতনের সময় হয়ে গেলেও গত নভেম্বর মাসের বেতন কারখানা কর্তৃপক্ষ এখনো দেয়নি। কয়েকবার বেতনের জন্য বলা হলেও গড়িমসি করেছে কারখানার কর্মকর্তারা। তাই আজ সড়কে নেমে আন্দোলন করছি। বেতন না দিলেও আমরা আরও কঠোর কর্মসূচিতে যাব।

এ বিষয়ে জানতে গোল্ডন স্ট্রীচ ডিজাইন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নুরুল ইসলামের মুঠোফোনে কল করা হলে তার নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

শিল্প পুলিশ-১ এর উপ-পরিদর্শক (এসআই) লুতফর রহমান গণমাধ্যমকে বলেন, গত নভেম্বর মাসের বেতনের দাবিতে শ্রমিকরা সড়কে নেমেছিলো। পরে পুলিশ এসে তাদেরকে সড়ক থেকে সরিয়ে দিলে কারখানার ভেতরে গিয়ে আন্দোলন করেন তারা।  

ঢাকা জেলা উত্তর ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) আব্দুস সালাম গণমাধ্যমকে বলেন, দুপুরের দিকে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা রাস্তায় নেমেছিল। এই কারণে কিছু সময় রাস্তায় যানবাহন আটকে ছিল। তাদেরকে বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এআই