রাতের আঁধারে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

মিরাজ আহমেদ, মাগুরা প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৩, ০৫:১৫ পিএম

রাতের আঁধারে শীতার্তদের মাঝে ঘুরে ঘুরে কম্বল বিতরণ করলেন মাগুরা জেলা পুলিশ।

মাগুরা জেলা পুলিশের শীতবস্ত্র বিতরণকে সাধুবাদ জানিয়েছেন মাগুরার সচেতন সমাজ। পৌষ প্রখরে শীতে জর্জর, ঝিল্লিমুখর রাতি নিদ্রিত পুরী, নির্জন ঘর, নির্বাণদীপ বাতি। কবি ঠাকুরের সেই শীতে জর্জর নিদ্রিত পল্লীতে ঘুরে সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোঁটাতে মাগুরা জেলা পুলিশের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

মাগুরা শহরের বিভিন্ন স্থানে ঘুরে ছিন্নমূল মানুষের মাঝে, মফস্বলে, বেদে পল্লীতে সরেজমিন উপস্থিত হয়ে শীতবস্ত্র বিতরণ করা হয়। মাগুরা জেলা পুলিশের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জনাব মোঃ কলিমুল্লাহ নিজে উপস্থিত থেকে এ শীতবস্ত্র বিতরণ করেন।

এছাড়াও মাগুরার শ্রীপুর থানা এলাকায় বিভিন্ন স্থানে দুস্থ, অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ নাজিম উদ্দিন আল আজাদ (পিপিএম)।   

মাগুরা জেলা পুলিশের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জনাব মোঃ কলিমুল্লাহ বলেন, পুলিশ জনগনের বন্ধু, অপরাধীর কাছে আতঙ্ক। শীতবস্ত্র বিতরণের ছবি ফেসবুকে পোস্ট দিয়ে কোনো কৃতিত্ব লাভ উদ্দেশ্য নয়, বলেও জানিয়েছে মাগুরা জেলা পুলিশ। তারা আরও বলেন, অন্যকে এই কাজে অনুপ্রাণিত করাই প্রধান উদ্দেশ্য।

তীব্র শীতে স্বল্প আয়ের মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেক সামর্থ্যবান মানুষের কর্তব্য। আসুন আমরা এগিয়ে আসি, তীব্র শীতে অসহায় মানুষের পাশে থাকি। এমনি বক্তব্য প্রদান করে আপামর ছিন্নমূল শীতার্তদের পাশে দাঁড়িয়েছেন মাগুরা জেলা পুলিশ।

কেএস