নাগেশ্বরীতে নৌকাডুবির ঘটনায় নারী নিখোঁজ

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৩, ০৬:৩৩ পিএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে দুধকুমার নদীতে নৌকা ডুবির ঘটনায় এক নারী নিখোঁজ হয়েছে। নিখোঁজ নারী নালো বেগম উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের তেলিয়ানিরকুটি গ্রামের নুর মোহাম্মদের স্ত্রী। সোমবার (১৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে মুড়িয়াঘাটে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুধকুমার নদীর মুড়িয়াঘাটের পুর্বপাড় হতে পশ্চিমপাড়ে পাড়াপাড়ের সময় অন্তত ৩০ জন যাত্রীসহ ঘোড়া, ঘোড়ার গাড়ি, ধান, পাটসহ বিভিন্ন মালামাল ছিলো। এ সময় নৌকা ছেড়ে দেয়ার কিছুক্ষণ পরেই নৌকা ডুবে যায়। এতে নারী শিশুসহ অনেকেই ডুবে যায়। স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কাজ চালায়। এতে শিশুসহ অন্তত ৫ জন আহত হয় এবং একজন নিখোঁজ রয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে এবং নিখোঁজ নারীকে উদ্ধারকাজ চলমান রয়েছে।

এ বিষয়ে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ নবীউল হাসান বলেন, এখন ঘটনাস্থলে রয়েছি। ডুবুরির মাধ্যমে নিখোঁজ নারীকে উদ্ধার অভিযান চলমান রয়েছে।

কেএস