মাধবপুরে বীর মুক্তিযোদ্ধা ফুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন 

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি  প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৩, ০৭:৪৯ পিএম

হবিগঞ্জে মাধবপুর উপজেলার ধর্মঘর  ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মো. ফুল  ইসলামকে (৭০) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করেছে মাধবপুর উপজেলা প্রশাসন। 

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিকালে ধর্মঘর ইউনিয়নের মেহেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই মুক্তিযোদ্ধার জানাজা শুরুর আগে মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসান নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এই বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করেন। 

এরপর জানাজা নামাজ শেষে মরদেহ যথাযোগ্য মর্যাদায় পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা মো. ফুল ইসলামের বাড়ি উপজেলার ধর্মঘর ইউনিয়নের মেহেরগাঁও গ্রামে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) ভোরে নিজ বাড়িতে বার্ধক্য জনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

বীর মুক্তিযোদ্ধা মো. ফুল  ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন ধর্মঘর ইউনিয়নের চেয়ারম্যান পারুল আহমেদ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মধু মিয়া।

আরএস