মানিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৩, ০৪:৩৭ পিএম

খাগড়াছড়ির মানিকছড়িতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. রাজু (২৫) নামের এক অবৈধ বালু ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার তুলাবিল এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ।

এ সময় তুলাবিল এলাকার মো. গোলজার হোসেন‍‍`র ছেলে মো. রাজুকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ৫(১) ধারায় অপরাধ ও ১৫ ধারায় শাস্তির আওতায় ৬০ হাজার টাকা জরিমানা করেন। অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যহত থাকবে বলে জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ।

কেএস