মহম্মদপুরে অগ্নিকাণ্ডে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৩, ০৭:১৬ পিএম

মাগুরা মহম্মদপুরে বাবুখালী বাজারে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে প্রায় ৪ ঘন্টা ধরে চলতে থাকা অগ্নিকাণ্ডে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। 

উপজেলার বাবুখালী বাজার কমিটির সভাপতি মো. ইকবাল মোল্লা জানান, ঘটনার রাতে পাট ব্যবসায়ী কল্যাণ মহুরীর পাটের গুদাম থেকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। 

এতে ওই ব্যবসায়ীর ৬শ মণ পাট, কালোজিরা ২৫মণ, ভুট্টা ২০মণ,  সরিষা ১৫মণ,  মটর কলাই ২০মণ,  গম ১০০মণ, ডাবরি  ১০মণ,  কালো মটর- ৫ মণ, নগদ অর্থ, মূল্যবান কাগজপত্র অগ্নিকাণ্ডে পুড়ে গেছে। 

কায়েম শেখের স্যানেটারী ব্যবসা প্রতিষ্ঠান, তুহিন মৃধা নামের এক পোল্ট্রি ব্যবসায়ী দোকানে অগ্নিকাণ্ডের পুড়ে গেছে। বাবুখালী আদর্শ কলেজের রুমে অগ্নিকাণ্ডে আংশিক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে ।

এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় ও ফায়ার সার্ভিস মহম্মদপুর স্টেশনের কর্মীরা কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। 

মহম্মদপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ সৈয়দ মোস্তাইন আলী জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর ব্যাংক লোন থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না। তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে। 

এ খবর জানতে পেরে শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন মম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রামানন্দ পাল, এ সময় তাঁর সাথে ছিলেন সহকারী কমিশনার ভূমি বাসুদেব কুমার মালো। এ সময় আরো উপস্থিত বাবুখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর সাজ্জাদ আলী, প্রাক্তন চেয়ারম্যান সৈয়দ হাফিজুর রহমান বাকী মিয়া, বাবুখালী বাজার বণিক সমিতির সভাপতি মো. ইকবাল মোল্লাসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

এ বিষয়ে  উপজেলা নির্বাহী কর্মকর্তা রামানন্দ পাল জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ স্থান পরিদর্শন করেছি ব্যবসায়ীদের বেশ ক্ষয়ক্ষতি  হয়েছে।

এমএইচআর