নাটোরে অগ্নি নির্বাপন মহড়া

নাটোর প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৩, ০৭:০৫ পিএম

নাটোরে বিসিকের উদ্যোগে অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে সদর উপজেলার বড়হরিশপুর ইউনিয়নের দত্তপাড়ায় বিসিক শিল্প নগরীতে নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় এই মহড়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিক জেলা কার্যালয়ের উপ-ব্যবস্থাপক দিলরুবা দিপ্তী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু নাছের ভূঞা। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সাইফুর রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নাটোরের উপ-সহকারি পরিচালক এ.কে.এম মুরশেদ, বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি প্রদীপ কুমার আগারওয়ালা ও সাধারণ সম্পাদক আবদার রহমানসহ বিসিক শিল্প প্রতিষ্ঠানের শতাধিক কর্মচারিবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের স্বার্থে বা নিজেদের স্বার্থে হলেও শিল্প  মালিকদের অগ্নি নির্বাপনে আরও সচেতন হতে হবে ।

প্রতিটি শিল্প কারখানায় নিজস্ব অগ্নি নির্বাপক ব্যাবস্থা চালু রাখতে হবে। যে কোন অগ্নিকান্ডের মত দুর্ঘটনায় আতঙ্কিত না হয়ে সাবধানে কাজ করতে হবে। এ সময় নাটোরের ফায়ার সার্ভিসের আধুনিক যন্ত্রাংশের মাধ্যমে উপস্থিত শিল্প কর্মচারীদের অগ্নি নির্বাপন প্রশিক্ষণ দেওয়া হয়।

এআরএস