নকল সরবরাহের অভিযোগে শিক্ষকসহ আটক ১০

তালতলী (বরগুনা) প্রতিনিধি প্রকাশিত: মে ৭, ২০২৩, ০৩:২২ পিএম

বরগুনার তালতলী ছালেহিয়া ইসলামিয়া আলীম মাদ্রাসায় দাখিল পরীক্ষা কেন্দ্রে(কন্দ্র কোড-৫৮২) নকল সরবরাহে জড়িত থাকার অভিযোগে মাদ্রাসা শিক্ষকসহ ১০ জন আটক।

রোববার ( ৭ মে ) ১১ টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক করেন তালতলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিফাত আনোয়ার তুমপা।

আটককৃতরা হলেন- উপজেলার কড়ইবাড়িয়া এতিম মঞ্জিল বালিকা মাদ্রাসার শিক্ষক মো. নাজমুল হাসান ও শিক্ষিকা ফাহিমা আক্তার, বালিয়াতলী দাখিল মাদ্রাসার শিক্ষক জামাল উদ্দিন ও মো. মনোয়ার হোসেন। বাকিরা হলেন, ইয়ামিন, মো. ওবায়দুল, সাফা মনি, মো. ওবায়দুল, মো. কামাল, কড়ইবাড়ীয়া এতিম মঞ্জিল বালিকা দাখিল মাদ্রাসার সুপারের ছেলে শাহ নওয়াজ।

জানা যায়, উপজেলার তালতলী ছালেহিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় দাখিল পরীক্ষা কেন্দ্রে শিক্ষকরা নকল সরবরাহে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তালতলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিফাত আনোয়ার তুমপা মাদ্রাসার (কেন্দ্রের) পাশে একটি বাড়ি থেকে নকল সরবরাহের সময় তাদের আটক করে। পরে তাদের তালতলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে অভিযুক্তদের বিরুদ্ধে তালতলী থানায় একটি মামলা দায়েরের প্রস্ততি চলছে।

এআরএস