শার্শায় সাংবাদিকের ওপর হামলা মোটরসাইকেল ভাংচুর

বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশিত: মে ৭, ২০২৩, ০৪:৩৪ পিএম

দৈনিক লোকসমাজ পত্রিকার শার্শা উপজেলা প্রতিনিধি ও বেনাপোল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মনিরের ওপর সন্ত্রাসী হামলা ও মোটরসাইকেল ভাংচুরের ঘটনা ঘটেছে। শনিবার (৬ মে) রাত ৯টার দিকে শার্শা উপজেলার উলাশি পানবুড়ি বাজারে এ ঘটনা ঘটে।

সাংবাদিক মনিরুল জানান, পানবুড়ি বাজারে তিনি ও নাসির নামে একজন চা খাওয়ার জন্য দাঁড়িয়ে ছিলেন। এ সময় উপজেলার কাঠুরিয়া গ্রামের চিহ্নিত সন্ত্রাসী হাসান (৩০) আকস্মিক হাতুড়ি নিয়ে তার ওপর হামলা করে। ঘটনাস্থল থেকে তিনি সরে গেলেও তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি হাতুড়ি দিয়ে ভাংচুর করে হাসান। পরে স্থানীয়রা ঘটনাস্থলে এগিয়ে আসলে পালিয়ে যায় সে। হাসান কাঠুরিয়া গ্রামের মৃত বাবুর আলীর ছেলে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আকিকুল ইসলাম জানান, বিষয়টি সাংবাদিক মনিরুল ইসলাম আমাকে অবহিত করেছেন। থানায় লিখিত অভিযোগ দিলে অপরাধী যেই হোক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এআরএস