মঠবাড়িয়ায় বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ পদক প্রাপ্তির ৫০ বছর উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি প্রকাশিত: মে ২৩, ২০২৩, ০৫:৪১ পিএম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর “ জুলিও কুরি“ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে পিরোজপুরের মঠবাড়িয়ায় ফ্রি-মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (*২৩ মে ) সকালে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য ডাঃ মোঃ রুস্তুম আলী ফরাজী এ ক্যাম্পের শুভ উদ্বোধন করেন। উপজেলার সাপলেজা ইউনিয়নের খেতাছিড়া গ্রামের কমিউিনিটি ক্লিনিকে ফ্রি-মেডিকেল ক্যাম্প বিকেল ৪ টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।

এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফেরদৌস ইসলাম, ডাঃ রাকিবুল ইসলাম, প্রেসক্লাব সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী, সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক জুলফিকার আমীন সোহেল, জাতীয় পার্টির কর্মি মোঃ মাসুম বিল্লাহসহ স্থানীয় বিভিন্ন জন প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এদিকে এ দিবসটি উপলক্ষে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সরকারি দপ্তর আলোচনা সভার আয়োজন করেছেন।

আরএস