গুরুদাসপুরে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি প্রকাশিত: মে ৩১, ২০২৩, ০৩:২২ পিএম

‘তামাক নয় খাদ্য ফলান’ এই প্রতিপাদ্যে নিয়ে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষ্যে নাটোরের গুরুদাসপুর উপজেলা প্রশাসনের আয়োজনে  র‌্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে দিবসটি পালিত হয়েছে। 

বুধবার (৩১মে) সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে র‌্যালি ও মিলনায়তনের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। সভায় সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার মো.মতিউর রহমান। 

এসময় বক্তারা খাদ্যশষ্য উৎপাদনের উপর জোর দিয়ে তামাক চাষের নিরুৎসাহিত করেন কৃষকদের। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ, মাধ্যমিক শিক্ষা অফিসার মো.সেলিম আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.আব্দুল হান্নন, ডা: স্নিগ্ধা আক্তার ও এস,আই,মো.ইমরান হোসেন প্রমুখ।

এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী,বীর মুক্তিযোদ্ধা, প্রান্তিক কৃষক ও সাংবাদিকবৃন্দ  উপস্থিত ছিলেন।