বাউফলে ইউএনও আল আমিনের জানাজা সম্পন্ন

বাউফল পটুয়াখালী প্রকাশিত: জুন ১২, ২০২৩, ০৫:০৮ পিএম

ভারতে প্রশিক্ষণরত অবস্থায় নিহত বাউফল উপজেলা নির্বাহী অফিসার আমিনের জানাজা নামাজ, তার শেষ কর্মস্থল বাউফল পাবলিক মাঠে আজ বেলা ১১ টায় অনুষ্ঠিত হয়েছে।  

জানাজা নামাজে পটুয়াখালী জেলা প্রশাসক, পুলিশ সুপার, স্থানীয় সংসদ সদস্য, উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ তার অধিনস্ত বিভিন্ন কর্মকর্তা কর্মচারীসহ কয়েক হাজার মুসল্লী উপস্থিত ছিলেন।

জানাযা শেষে তার নিজ বাড়ি বরগুনার আমতলী উপজেলার কাকুয়া ইউনিয়নের দাফনের জন্য নিয়ে যাওয়া হয়।  পটুয়াখালীর বাউফলের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল আমিন মিড ক্যারিয়ার প্রশিক্ষণ নিতে গত ৬ জুন ভারতে গিয়েছিলেন।

২০২১ সালের ৩১ অক্টোবর ইউএনও হিসেবে তিনি বাউফলে যোগদান করেন। তার গ্রামের বাড়ী বরগুনা জেলার আমতলী উপজেলার ইউনিয়নের চুনাখালী গ্রামে। তিনি দুই কন্যা সন্তানের জনক। স্ত্রী বুশরা ইসলাম সন্তানদের নিয়ে বর্তমানে বাউফলে অবস্থান করছিলেন।

সদালাপী, মিষ্টভাষী, গতিশীল কর্মনিষ্ঠ এই কর্মকর্তার অকাল মৃত্যুর খবরে জেলা ও উপজেলা প্রশাসনসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী ও জনগন শোকাহত।