সুন্দরগঞ্জে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপনের গুরুত্ব নিয়ে আলোচনা

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ৬, ২০২৩, ০৩:২২ পিএম

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পরিবেশ রক্ষায় বৃক্ষরোপনের গুরুত্ব ও আমাদের নাগরিক সমাজের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

স্বেচ্ছাসেবি সংগঠন প্ল্যান সুন্দরগঞ্জের আয়োজনে বুধবার বিকালে উপজেলা অডিটরিয়াম হলে আলোচনা সভা সংগঠনের প্রধান নিবার্হী শাওন আজমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান আলোচক ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক সঞ্জয় কুমার সরকার। 

আরও বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার রাশিদুল কবির, সংগঠনের প্রধান পৃষ্টপোষক বিশিষ্ট সমাজ সেবক আরেফিন আজিজ সরদার সিন্টু, বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দ, সুন্দরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ নাসরিন সুলতানা, সুপ্রকাশ সাহিত্য সংসদের সম্পাদক ছড়াকার কঙ্কন সরকার, সংগঠনের সাধারণ সম্পাদক শাহিন মিয়া। পরে ১২ জন শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ করে অতিথিবৃন্দ।  

এইচআর