কালীগঞ্জে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২৩, ২০২৩, ০৮:৫৩ পিএম

লালমনিরহাটের কালীগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় প্রদত্ত প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে অসহায় দুঃস্থ ও দরিদ্র পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহ নির্মাণ মজুরি অর্থ বিতরণ করা হয়েছে।

রোববার (২৩ জুলাই) বিকেলে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্তরে সাম্প্রতিক সময়ে ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত দরিদ্র পরিবারের মাঝে এসব ঢেউটিন ও অর্থ বিতরণ করা হয়।

এসময় ৪৫ জন পরিবারের প্রত্যেককে এক বান্ডিল ঢেউটিন ও ঘর মেরামত নির্মাণ কাজের জন্য তিন হাজার টাকা বিতরণ করা হয়।

এ সময়  উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সানজিদ রানা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোশাররফ হোসেন,  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ, মন্ত্রীর ব্যক্তিগত সহকারি (এপিএস) মিজানুর রহমান মিজান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাজ্জাক প্রমূখ। 

আরএস