স্বাস্থ্যসেবায় সারাদেশে ৬ষ্ঠ ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

ডোমার (নীলফামারী) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ৮, ২০২৩, ০৩:৫৪ পিএম

স্বাস্থ্য অধিদপ্তরের নির্ধারিত মানদণ্ডে সমগ্র বাংলাদেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর মধ্যে ৬ষ্ঠ স্থান অধিকার করেছে নীলফামারীর ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

শনিবার (৫ই আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস শাখা থেকে প্রকাশিত হেলথ সিস্টেম পারফরমেন্স মেজারমেন্ট স্কোর থেকে তথ্যটি জানা গেছে। সেখানে ৮৩ দশমিক ০৫ স্কোর নিয়ে ষষ্ঠ স্থান অধিকার করে নীলফামারীর ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

এবিষয়ে ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রায়হান বারী জানান, এর আগে একবার সমগ্র বাংলাদেশে প্রথম স্থান অধিকার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এছাড়া জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান দখল করার গৌরব অর্জন করি। স্বাস্থ্যখাতে আমাদের নাগরিক সেবার মান আরও উন্নত করে আগামীতে পুনরায় প্রথম স্থান অর্জনের জন্য সকল কর্মকর্তা-কর্মচারীরা কাজ করছেন।

উল্লেখ্য, স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস বিভাগ প্রতি মাসে সেবা প্রদানের ক্রাইটেরিয়ার ভিত্তিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলির র‌্যাংকিং করে থাকে। সাধারণতঃ চলতি মাসে ৩ মাস আগের র‌্যাংকিং প্রকাশ করে থাকে।

এআরএস