প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির বাস্তবায়ন

অবহেলিত জনপদে লেগেছে আধুনিকতার ছোঁয়া

আরিফ হোসেন, বরিশাল ব্যুরো প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৩, ০৩:৪২ পিএম
  • বাবুগঞ্জ গ্রামটি শহর-উন্নয়নে বদলে গেল রুপরেখা
  • বিভিন্ন প্রকল্পের কাজে পাল্টে গেছে উপজেলার চিত্র

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি হলো বাস্তবায়ন-বরিশালের গুরুত্বপূর্ন উপজেলা বাবুগঞ্জ গ্রামটি শহর-উন্নয়নে বদলে গেল রুপরেখা। অবহেলিত থাকবে না কোন গ্রাম সরকারের এমন প্রতিশ্রুতির হলো বাস্তবায়ন। আধুনিক সড়ক, টেকসই কালবাট, কৃষি খাতে উন্নতমানের যন্ত্রপাতি আর শতভাগ বিদুৎতায়িত হওয়ায় বদলে গিয়েছে জেলার সব থেকে কাছের এই উপজেলাটির চিত্র। 

মাননীয় প্রধানমন্ত্রীর যে ঘোষনা দিয়েছেন প্রতিটি গ্রামই হবে শহর। তারই বাস্তবায়নের অংশ হিসেবে বরিশাল জেলারও দুইটি গ্রামকে বঙ্গবন্ধু মডেল গ্রাম হিবেসে ঘোষনা করা হয়েছে। শুধু তাই নয় জেলার গ্রামে গুলোতে ব্যাপক উন্নয়ন হয়েছে। বরিশাল জেলার সব থেকে কাছের উপজেলা বাবুগঞ্জ। শিক্ষা সাংস্কৃতি রাজনীতি ও ভৌগলিক দিক থেকে সব সময় গুরুত্বপূর্ন এ উপজেলাটি। জাহাঙ্গীর নগর, চাঁদপাশা, দেহেরগতি, কেদারপুর, রহমতপুর, মাধবপাশা ইউনিয়ন নিয়ে গঠিত এই বাবুগঞ্জ উপজেলা। একটা সময় ছিলো উপজেলাটি অবহেলিত। 

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় টিআর এবং কাবিখার স্পেশাল বরাদ্দ, এইচবিবি, গৃহনির্মান, ব্রিজ কালভার্ট, ৪০দিনের বরাদ্ধ ও ভূমিহীনদের আশ্রয়নে বদলেছে এর চিত্র। অবহেলিত গ্রামীন মেঠো পথে হেরিংবন ও কাপেটিং সড়ক ব্রিজ কালবার্টসহ বিভিন্ন প্রকল্পের অর্থে হয়েছে ব্যাপক উন্নয়ন। সরকারের বিভিন্ন প্রকল্পের বরাদ্ধে বদলে দিয়েছে গৌরনদী ও বাবুগঞ্জ উপজেলার চিত্র। অবহেলিত জনপদে লেগেছে আধুনিকতার ছোঁয়া। ইউনিয়ন পর্যায়ে এসরকারের টেকসই উন্নয়নে খুশি সাধারন মানুষ। উল্লেখ, গত ৫ বছরের বাবুগঞ্জে ৩২ টি সরকারী প্রাথমিক বিদ্যালয় নতুন ভবন , ৩০ হাইস্কুল ও কলেজের নতুন ভবন, ৪ টি মাদ্রাসার নতুর ভবন, ছোট বড় মিলিয়ে ৪০ টি ব্রিজ, কালভাট ৬০ টি, ২৫ টি ইটের রাস্তা, কাবিখার ৭২ টি মাটির রাস্তা, বাবুগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ নতুন ভবন, ১১২ একক জমি অধিগ্রহনের কাজ চলমান। ১২’শ কোটি ব্যায়ে বিমান বাহিনীর রাডার ষ্টেশন করা হয়েছে। 

বাবুগঞ্জে ফায়ার সার্ভিস ষ্টেশন নতুন ভবন, আয়িালখা নদীতে বাবুগঞ্জ - মুলাদী, হিজলা, মেহেন্দিগঞ্জবাসীর জন্য মিরগঞ্জে সেতুর নির্মান কাজের পরিকল্পনা প্রতিক্রিয়াধীন রয়েছে। উন্নয়নের বিষয় নিয়ে বাবুগঞ্জ উপজেলার একাধিক বাসিন্দারা বলেন, বর্তমান সরকার আমাদের গ্রামে ব্রিজ, রাস্তাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের মাধ্যামে গ্রামকে শহরে পরিনত করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মন প্রান থেকে জানাই ধণ্যবাদ। 

এদিকে বাবুগঞ্জ উপজেলাটি উন্নয়নে বদলে যাওয়ায় আনন্দিত ইউপি সদস্যরা। উন্নয়ন নিয়ে ১নং বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের চেয়ারম্যান কামরুল আহসান খানের সাথে কথা হলে তিনি বলেন, সরকারের টি আর এবং কাবিখার স্পেশাল বরাদ্দসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে পাল্টে গেছে উপজেলার চিত্র। উন্নয়নের ধারা অব্যহত রাখতে জনগন আবারও নৌকায় ভোট দিয়ে এই সরকারকে ক্ষমতায় আনবে এটাই আমাদের দাবি। 

বাবুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরই আমার বাবুগঞ্জে যোগাযোগ ব্যাবস্থা ও টিআর, কাবিখা থোক বরাদ্ধ সহ ছোট বড় প্রকল্পে বদলাদে শুরু করেছে বাবুগঞ্জের রুপ। এছাড়াও দক্ষিণাঞ্চলের প্রতিটি জায়গায় বিভিন্ন উন্নয়নে সাধারন মানুষ উপকৃত হয়েছেন। 

তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার জনগনের মনে যে জায়গা নিয়েছে তাতে আমি মনে করি জনগন নৌকা মার্কা ছাড়া অন্য কোন দলকে ভোট দিবে না। বাংলাদেশের উন্নয়ন চাইতে হলে আওয়ামী লীগ সরকার ছাড়াও কোন বিকল্প নেই। এবিষেয় বরিশালের জেলা প্রশাসক শহিদুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর যে ঘোষনা দিয়েছেন প্রতিটি গ্রামই হবে শহর তারই বাস্তবায়নের অংশ হিসেবে বরিশাল জেলারও দুইটি গ্রামকে বঙ্গবন্ধু মডেল গ্রাম হিবেসে ঘোষনা করাসহ ব্যাপক উন্নয়ন হয়েছে। 

তিনি আরো বলেন, বরিশাল জেলার প্রতিটি গ্রামে লেগেছে উন্নয়নের ছোঁয়া। প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আধুনিক সড়ক ব্যবস্থা টেকসই সেতু কালভার্ট সার্বক্ষনিক বিদুৎতায়ন বদলে দিয়েছে গ্রামের চিত্র। এযেন প্রধানমন্ত্রী’র প্রতিশ্রুতি গ্রাম হলো শহর।

আরএস