রাঙ্গামাটিতে পূজা উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতিমুলক সভা

রাঙ্গামাটি প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৩, ০৪:০০ পিএম

রাঙ্গামাটির প্রতিটি পূজা মন্ডপে বাড়তি নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে পূজাকে আনন্দময় করে তুলতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান। 

তিনি বলেন, পূজার আগে থেকে মন্ডপ এলাকায় কোন অপরিচিত লোকের ঘোরাঘুরি ও সন্দেহ ভাজন কাউকে দেখা গেলে নিরাপত্তা বাহিনীকে জানানোর জন্য অনুরোধ জানান তিনি। 

সোমবার দুপুর ১২টায় রাঙ্গামাটিতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাঙ্গামাটি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে দূর্গোৎসবের প্রস্তুতিমুলক সভায় রাঙ্গামাটি জেলা প্রশাসক এ কথা বলেন। 

সভায় রাঙ্গামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট আব্দুল্লাহ আল মাহমুদ, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রাঙ্গামাটি জেলা কমিটির আহবায়ক অমলেন্দু হাওলাদার, সদস্য সচিব বিপুল ত্রিপুরাসহ বিভিন্ন দপ্তরের প্রধানগন ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

রাঙ্গামাটি জেলায় এবছর ৪৩ পুজা মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে।

আরএস