ফিলিস্তিনি মুসলমানদের উপর হামলার প্রতিবাদে নারায়নগঞ্জে সমাবেশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৩, ০৭:৩৫ পিএম

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি ও ইসরাইলের হামলার প্রতিবাদে নগরীর ডিআইটি মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

শুক্রবার (১৩ অক্টোবর) বিকেলে হেফাজত ইসলাম বাংলাদেশ এর আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনির উপর যে হামলা চালানো হচ্ছে তা বর্বরতার শামিল। এ হামলার জন্য ইসরায়েল দায়ী। অনতিবিলম্বে এ হামলা বন্ধ করতে হবে। এ হামলা বন্ধ করা না হলে বিশ্বের আপামর মুসলিম জনতা মুখ বুঝে বসে থাকবে না।

বক্তারা আরও বলেন, ফিলিস্তিনিকে একটি সার্বভৌমত্ব দেশ হিসেবে স্বীকৃতি দিতে হবে। মসজিদুল আকসা রক্ষায় আমাদের ঘর থেকে বের হতে হবে। এক কাতারে সকল মুসলমান সম্প্রদায় একাত্বতা প্রকাশ করে ইসরায়েল আগ্রাসন প্রতিহত করতে হবে। যাদের মধ্যে একটু ঈমানি শক্তি আছে তারা ফিলিস্তিনির দূরদিনে বসে থাকবে না।

পরে বিক্ষোভ সমাবেশটি শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো প্রদক্ষিণ করে পুনরায় ডিআইটি মসজিদের সামনে এসে শেষ হয়।

ডিআইটি মসজিদের ইমাম ও খতিব আব্দুল আউয়ালের সভাপতিত্বে এসময় নারায়ণগঞ্জের সর্ব স্হরের জনগণ প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন।

এআরএস