শিবগঞ্জে ৪৪ ভরি স্বর্ণসহ আটক ১

আব্দুল কাইয়ুম প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৩, ০৮:৪৫ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তে ৪৪ ভরি স্বর্ণসহ আব্দুর রহিম (৩০) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।  

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় স্বর্ণগুলো জব্দ করা হলেও শুক্রবার (১৩ অক্টোবর) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

আটক রহিম জেলার ভোলাহাট উপজেলার চামুচা গ্রামের মৃত লোকমান আলীর ছেলে।

রহনপুর ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় সীমান্ত পিলার ১৮৪/৪-এস থেকে ৬ কিলোমিটার শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ধুপপুকুর এলাকায় অভিযান চালায় চকপাড়া বিওপির একটি বিশেষ টহল দল। সে সময় ৪৪ ভরি ১৩ আনা ও বাংলাদেশি ১৮ হাজার ৮৯৫ টাকাসহ চোরাকারবারি রহিমকে আটক করা হয়। জব্দ স্বর্ণের বাজার মূল্য প্রায় ৪৩ লাখ ৪৮ হাজার ৭৮৪ টাকা। রহিমকে থানায় সোপর্দ করাসহ জব্দ স্বর্ণ ও টাকা ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।

এআরএস