গুরুদাসপুরে জনস্বাস্থ্য অধিদপ্তরের নতুন ভবন উদ্বোধন

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৩, ০৪:০৯ পিএম

নাটোরের গুরুদাসপুরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অফিস ভবনের উদ্বোধন করা হয়েছে। আজ রোববার সকাল ১১টায় উপজেলার পরিষদ চত্বরের জনস্বাস্থ্য অধিদপ্তরের নব-নির্মিতটির উদ্বোধন করেন নাটোর ৪ (গুরুদাসপুর-বড়াইগ্রামের সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।

উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা জেলা পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, পৌর মেয়র মো. শাহনেওয়াজ আলী মোল্লা, ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার, জনস্বাস্থ্য বিভাগের সহকারী প্রকৌশলী মোছা. ছালমা খাতুন, গুরুদাসপুর থানার এসআই মো. মাসুদ রানা প্রমুখ।

চারতলা ফাউন্ডেশনের একতলা ভবন নির্মাণের কাজটি সম্পন্ন করেছে নাটোরের মেসার্স এম এস এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান। মোট ব্যয় হয়েছে ৩২ লাখ টাকা।

এআরএস