ফেঞ্চুগঞ্জে ট্রেনের ধাক্কায় আ.লীগ নেতার মৃত্যু

ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৩, ০৬:৫৬ পিএম

সিলেটের ফেঞ্চুগঞ্জে ট্রেনের ধাক্কায় আব্দুস শহীদ (৪৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

আজ রোববার (১৫ অক্টোবর) দুপুর দেড়টার দিকে সিলেট-মৌলভীবাজার মহাসড়কের ফেঞ্চুগঞ্জ উপজেলার ইলাশপুর রেল ক্রসিং পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুস শহীদ সিলেটের জকিগঞ্জ উপজেলার দক্ষিণ খলাছড়া চানশ্রী কোনার মৃত আব্দুর রহিমের ছেলে। তিনি জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও এলজিইডি ঠিকাদার ছিলেন।

জানা যায়, রোববার বেলা দেড়টার দিকে আব্দুস শহীদ মোটরসাইকেলে করে সিলেট-মৌলভীবাজার মহাসড়কের ফেঞ্চুগঞ্জ উপজেলার ইলাশপুর রেল ক্রসিং পয়েন্ট অতিক্রমের সময় সিলেটমূখী পারাবত ট্রেন মোটরসাইকেলে ধাক্কা দিলে তিনি মাথায় ও পায়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই  মারা যান।

ঘটনার প্রত্যক্ষদর্শী ইলাশপুর এলাকার আলিমুল ইসলাম জানান, রেল ক্রসিং পয়েন্টে কোন গেটম্যান ছিলেন না। গেটম্যান না থাকায় এ দুর্ঘটনা ঘটে। রেলওয়ের গাফলতির ঘটনায় ইলাশপুরে চরম ক্ষোভ দেখা দিয়েছে।

মৃত্যুর বিষয়টি সিলেট নিশ্চিত করে সিলেট রেলওয়ে থানার ওসি শাফিউর ইসলাম পাটুয়ারী জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এআরএস